Friday, February 28, 2014

Murraya paniculata - কামিনী।

Murraya paniculata, commonly called Orange Jessamine, is a tropical, evergreen plant bearing small, white, scented flowers, which is grown as an ornamental tree or hedge. Murraya is closely related to Citrus, and bears small orange to red fruit resembling kumquats, though some cultivars do not set fruit.





ফুলের পাঁচ পাপড়ির মাঝে একটি হলদে পরাগকেশর। ফুল গুচ্ছবদ্ধ, দুধ সাদা, অনেকটা লেবুর ফুলের মতো। গন্ধও তাই। গাছভরা ফুল যেন চারপাশে ছড়ায় লেবুর সৌরভ। উদ্যানের সৌন্দর্যে কামিনী যোগ করে এক নতুন মাত্রা। গাছের আকার গুল্ম ঝোপ থেকে মাঝারি হতে পারে। কেটে-ছেঁটে বাগানে এর বিভিন্ন আকৃতি দিতে দেখা যায়। বর্ষার ফুল হলেও বছরে বেশ কয়েকবারই কামিনী ফোটে।
শুধু ফুলের সৌরভ কিংবা রূপ নয়, কামিনীর পাতার সৌন্দর্য মুগ্ধ হওয়ার মতো। ঘনবিন্যস্ত ছোট চিরসবুজ পাতাগুলো বেশ দৃষ্টিনন্দন। তাই এর বাণিজ্যিক ব্যবহারও লক্ষণীয়। পুষ্পস্তবক তৈরি ও বিয়ের সজ্জায় কামিনীর পাতার ব্যবহার বেশ জনপ্রিয়। আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। কারও কারও মতে চীন। ইংরেজি নাম চায়না বক্স। আমাদের দেশে প্রায় সব বাগানেই কামিনীর উপস্থিতি অবাধ ও অবারিত। বৈজ্ঞানিক নাম :ম্যুরায়া এক্সোটিকা।